প্রাণহীন মাঠ তবু প্রাণ রয়েছে গাছে ঘাসে ঘাসে
অভিজ্ঞতা থাকলেও উচ্ছ্বাস হারিয়ে যেতে ভালোবাসে
তোমার স্মৃতি বিজড়িত আমার বুক, গলা, চরাচরে
নগ্ন হয়েও বৃথাই কেবল কেঁদে কেঁদে মরে
জন্ম তাই হয়েছে ভুল, মৃত্যু ফিরেছে পায়ে পায়
হৃদয় বেদনা বিধুর জড়ানো রয়েছে ন্যাকড়ায়
হাজার বছর আগে যখন ছিলো অফুরন্ত সময়
অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সভায়
স্থায়ী কেউ নয় সবই শুধু অভিনয়
মন যাকে দিয়েছিলাম তারই হয় জয়!!!
আমার তো নেই প্রাণ সর্বাঙ্গে শুধু জ্বালা
প্রাচীন পাপের শাস্তি বলে-- পালা পালা পালা।।
0 Comments