অজয়ের দুটো তাল বড়া খাওয়ার শখ।তার মা বলছেন , একটা খা।তারপর আবার দেব।পরিবারের সকলে গরম গরম একটা করেই বড়া খেলো শুধু অজয় বাদে। কিছুক্ষণের মধ্যেই পরিবারের সকলে বিষক্রিয়ায় মরে গেলো।হয়তো তালের হাড়িতে কোনো বিষক্রিয়া হয়েছিলো।
অজয় রাগ কমে গেলে বাড়িতে এসে দেখে সবাই মরে গেছে।তখন তার বয়স সাত বছর।
আজ সাতচল্লিশে অজয় নবান্নে চাকরী করে।টাকা পয়সার অভাব নেই।দান ধ্যানে তার তুলনা নেই। বিষ হার মেনেছে তার অদম্য ইচ্ছাশক্তির কাছে।
0 Comments