উদ্বেগ // শ্যামল কুমার রায়

উদ্বেগ  //  শ্যামল কুমার রায়

    
       উদ্বেগ! তুমি কবে নেবে ছুটি? 
সেই কবে থেকে দেখছি তোমারই ভ্রূকুটি ।
             বড় নির্লজ্জ তুমি! 
  খুব ইচ্ছে করে তোমায় শাপ দিতে,
       একবারও কি ইচ্ছে করে না তোমার 
             জীবন থেকে ছুটি নিতে?
' জন্মিলে মরিতে হবে , অমর কে কোথা কবে, '
          সব মিছে তোমার কাছে।
   পরমেশ্বরের মতো কি তুমিও অবিনশ্বর ?
তবে যত দাপট তোমার সবই মানব কুলে।
    হার মেনেছো, তুমি বাকি জীব কুলে।
        আসলে মানুষ বড় চিন্তাশীল।
        বাঁচাতে শেখেনি সে বর্তমানে-
বাঁচতে অভ্যস্ত সে অতীত আর ভবিষ্যতের মাঝখানে ।

Post a Comment

0 Comments