প্রত্যূত্তর // সত্যেন্দ্রনাথ পাইন

প্রত্যূত্তর  //  সত্যেন্দ্রনাথ পাইন

সূর্যের মতো উজ্জ্বল, আকাশের মতো স্বচ্ছ
প্রোগ্রাম করে তোলে আমাকে রক্ষা

 আজ এক জ্বলন্ত মোমবাতি, জ্বালিয়ে ছারখার করে দিতে
 
আমি অসংখ্য আগাছার মতো পড়ে আছি 
শিশির ভেজা ঘাসে ঢাকা মহানগরীতে
আমাকে তুচ্ছ কারণে তারা প্রায়শই উপহাস করে
আমি উত্তর দিই না, উত্তর দেবে 


মস্তিষ্কের অতুলনীয় সযত্ন অহংকার । 

Post a Comment

0 Comments