চরৈবেতি // সুদীপ ঘোষাল

চরৈবেতি  //  সুদীপ ঘোষাল


দুটি পায়ের কি সুন্দর ভাব।কখনও কেউ এগিয়ে যায় কেউ বা পিছনে।তবু তাদের হিংসা নেই।এগিয়ে যাওয়ায় ওদের লক্ষ্য।কোনো পা,  পিছিয়ে হয়ত পড়ে মাঝে মাঝে তবু তারা জানে তাদের অবস্থার পরিবর্তন হবেই।তারা এগিয়ে যাবেই।  

তাই সামনে বা পিছনে অবস্থানের কথা চিন্তা না করে তারা এগিয়ে চলে।

আমি যদি পায়ের ধর্ম মানতে পারতাম,তবে বেশ হত।

Post a Comment

0 Comments