কামাই করে
জামাই ঘরে
এলেই শাশুড়ি।
মন্ডা মিঠাই
প্লেটভরে তাই
দেন তাড়াতাড়ি।
বছরভরে
আদর করে
খেদ মিটে না বলে।
জামাই ষষ্ঠীর
লুচি মিষ্টির
আয়োজন যে চলে।।
বোগদাদ হতে
বাগদা পেতে
অন লাইনে কারবার!
অনেক করে
বাসে করে
পৌঁছলো দই একভাঁড়।
মোড়ের মাথার
মটন এবার
মিললো একটু চড়াতে।
ইলিশ ভাঁপা
ছিল না চাপা।
তাও এল দুপুর গড়াতে।
লিচুর পিছু
ছুটে বিছু
হল না তেমন ফল।
অপেক্ষার
সময় পার
হল যেই ফোনে কল
ক্রস কানেকশনে
জামাই শোনে
শ্বশুর বাড়ি যেখানে
১৪৪ ধারা জারি
রয়েছে এবারি
রাজনীতির কারণে।
অতএব
বাতিল সব
জামাই বেরোলো কাজে।
শাশুড়ি উপোস
বাড়ে আপশোস
ঘোল হল দই লাজে।।
0 Comments