খেলা ভাঙা // বিশ্বনাথ পাল


sahityakaal.com
মনের কথা  মেকি নয়,



নয়ন মেলে যায় না দেখা
মুদলে  নয়ন দেয় যে ফাঁকি?

গ্রহের ফেরে মানুষ ঘেরে

গ্রহের ঘরে রয় যে বাকি।

মন মাতালে  মাতাল করে

মনের কথা  মেকি নয়,

সামনে  চেয়ে রয়েছি যে

যেন আমার ভাগে সকলই রয়।

নয়ন আছে নয়নেতে।

ন কড়ার নাই যে কদর

বোকা বাক্সে মন ভোলাতে

করছে শুধু ফদর ফদর।

রূপ রসের এই পৃথিবীতে

অনেক আছে  অজানা।

জানার চেষ্টা করেও তাই

যায় না জানা ষোলোআনা।।

মন ফকির যে নয় কো ফকির

কষ্ট আছে তারো কপালে।

সাজের বাহার কাজে এলে

শাঁস পাওয়া যায় ডাব কাটালে।

অনেক ভেবে মতি বলে

দুনিয়ার এই চমক দারি।

উঠতে বসতে দিচ্ছে খোঁচা

বদমেজাজি  উমেদারি।

ভাগের মা আর ভাগের বাবা

আজ হল যে জটিল রোগ

শিক্ষা দীক্ষায় জট খোলে না

মরার আগে তারাই বিয়োগ?

পুত্রের সুখে চোখ বুলালে

ডাইনী যে আজ হয় গো মা,

জন্মভূমি বড় হলেও

ভাত চেয়ে খায় ভাগের মা।

মা বাবা যে জ্যান্ত ঠাকুর

উদার হাত যে আশীর্বাদে

খোকা বলে আজও ডাকে

নয় সে চড়া, করুণ খাদে।

মন পিয়ারী মন বিহারী

করবে কত রঙ্গ আরো।

মারণ খেলার এ মাধুর্য

দোহাই আজ ভঙ্গ করো।।

Post a Comment

0 Comments