কি যেন // রণেশ রায়



sahityakaal.com
তাও সে চলমান কল কল রবে


আজ বড় গরম পড়েছে

ইঁদুর কেঁদে বেড়ায়

দিনে অন্ধকার ঘনায়,

একটা বেড়াল কি যেন খোঁজে

খালি হাড়িটা মাটিতে পড়ে,

চাঁদ বোবা হয়ে তাকিয়ে

নদী বয়ে যায় নীরবে

শূন্য তার জলের আধার

তাও সে চলমান কল কল রবে,

পেঁচা ডেকে ওঠে এ আঁধারে

কে যেন ঘাপটি মেরে ওধারে,

বাতাসে দুর্গন্ধ ছড়ায়

আকাশে মেঘ ঘনায়,

ওদিকে কি যেন হয়েছে

মেয়েটি মাথার সিঁদুর মোছে

শিশু কাঁদে ঘুমের ঘোরে

বাবা তার ফেরে না ঘরে,

বুকের ভেতর অদৃশ্য কান্না

গুমরে মরে ব্যথার যাতনা।

Post a Comment

0 Comments