দুুঃখগুলোর কথা কেউ ভাবছে না,শুধু মলম লাগিয়ে দিচ্ছে,কষ্টগুলো জানালার ভেতর বন্দি ,অবহেলিত চোখের জলের ভেতর ডুবে যাচ্ছে নিঃশব্দ দুপুর ,গভীর রাত,
আক্রান্ত দীর্ঘশ্বাসেরা বুকের ভেতর থকথকে জেলির মতো বসে আছে, উঠে আসার কোন লক্ষ্মণ নেই,কফো রোগে আক্রান্ত সকলেই,ঘুম নাই,মনের ঘুম উবে গেছে,টাকা মাটি মাটি টাকা নয়,
টাকায় টাকা,টাকায় সব........
চিন্তাধারারও সঠিক প্রয়োগ নাই
জনমত গুলো তাই ভিত্তিহীন ভিতের ওপর দাড়িয়ে,সভ্যতা ফেষ্টুন আর স্লোগান,
শিশুচোখে ঘৃণার কাজল, দৃষ্টিটায় শুধু অবিশ্বাস,পৃথিবীটা তিতিরের ডিমের চেয়ে ছোট মুঠোয় ধরা পড়ে বন্দি |
ভালোবাসা...
অজস্রবার ধর্ষণের আঘাতে মৃতপ্রায়, মহাপুরুষের ভাবনাগুলো অবাঞ্ছিত ভ্রুণ, রাষ্ট্রনায়কেরা নিরো ,বেশীর ভাগই বেহালায় ছড় টানছে,
এসময় নূতন কিছু লেখার ভাবনা খুঁজে না
পেয়ে হা-পিত্যেস করে না মরে, নিব ভোঁতা করে অন্যের লেখা গুলি পড়ছি....
0 Comments