বৃহৎ অর্থে বলতে গেলে আমার মতে পাঠকের সংখ্যা বর্ধমান । এখন যারা মুঠোভাষে ব্যস্ত তারাও পাঠক দলের এক বৃহৎ অংশ । পাঠক দুই ধরনের । সিরিয়াস পাঠক আর অমনযোগী পাঠক । প্রথম দলের পাঠকরা একটা পত্রিকা পড়ে শেষ করতে অনেক সময় নিয়ে থাকেন ।
সেই বিষয়ের উপর চিন্তা ভাবনা করেন । অপর দলের পাঠক রা বিষয় বস্তু র ভিতরে প্রবেশ করতে চান না । কোনও রকমে পাতা উল্টিয়ে বই শেষ করতে পারলেই বাঁ চেন । মনে সন্তুষ্টি হয় অনেক পড়লাম । এক শ্রেণী র পাঠক ই বুকে প্রচুর পড়াশুনা করেন ।
পাঠকের সংখ্যা অনেক বেড়েছে । ঘরের মহিলাদের দেখেছি মনযোগ দিয়ে নানা রকমের বই পড়তে । আমার স্ত্রী খুব ভালো পাঠক । প্রতিটি লাইন ধীরে সুস্থে হজম করেন তিনি । এই ধরণের পাঠকদের প্রতি আমার শ্রদ্ধা চিরকালের । যুগে যুগে এই পাঠক আছেন ছিলেন এবং থাকবেন।
আজ পর্যন্ত যত বড় বড় কবি শিল্পী সাহিত্যিক জন্ম গ্রহণ করেছেন তাদের প্রত্যেকেই এক এক জন বড় পাঠক । পাঠক না হয়ে ফাঁকি দিয়ে বা অসার বক্তব্য পেশ করে কেউ বিখ্যাত হতে পারেন না ।
0 Comments