মোহভঙ্গ // শ্যামল কুমার রায়

   শ্যামল কুমার রায়
              
     
শ্রীযুক্তা! তোমার সাথে প্রায়ই দেখা সাহিত্য বাসরে, 
কথা ছিল মিলবো মোরা বিবাহ বাসরে ।
বাহুডোরে বাঁধা তুমি, 
চেয়েছিলে সাত পাকে বাঁধতে। 
এলিয়ে দিয়ে মাথা তাই ইলিয়ট পার্কে-
ভরসা খুঁজেছিলে তুমি শুধু আমাকেই ।
তোমাতেই  সর্ব সুখ খুঁজে ছিল কেউ 
তোমায় নিয়ে খুব সুখী আজ অন্য কেউ।
সাহিত্য বাসরে তুমি আজ বুদ্ধিজীবি 
তোমায় নিয়ে মেতে আজ শিল্প সংস্কৃতি ।
তোমাকেই  ঘিরে থাকে কত বুদ্ধিজীবি!
তারচেয়ে ও বেশী থাকে সাহিত্য অনুরাগী।
সেদিনের ইউনিভর্সিটি টপার ছিলে তুমি 
লিটারেরি সার্কেলে আজও মধ্যমণিও তুমি ।
সেদিনের ব্যাক্ বেঞ্চার আজ বই ফেরি করে 
কলেজ স্ট্রিটের বই পাড়ায় শুধু ঘুরে মরে ।
ঝকঝকে মোড়কে মোড়া তোমার যত বেস্ট সেলার আছে , 
সেগুলোকে তুমি ভেবে আঁকড়ে ধরে মরে ।

Post a Comment

0 Comments