তুষার ধবল স্নিগ্ধ শীর্ষ কটি ঘিরে ঘন শ্যামলবাস
চরণনিম্নে সুনীল জলধি উর্ধ্বে সৌম্য সুনীলাকাশ।
কটি ঘিরি তব কৃষ্ণা-কাবেরী আর গোদাবরী শোভারসার;
বক্ষে দুলিছে স্বর্ণ-গঙ্গা কণ্ঠে সিন্ধু মোতির হার।
আমার ভারত সোনার ভারত শতশহীদের জননী মা
শত কবিদের বন্দিতা তুমি, তুমি স্বধা-স্বহা-ক্ষমা তুমি ক্ষমা ।
গৈরিকবাস সিংহ আরুঢ়া কুন্তলে জটা জটিলপাশ
বরদা শুভদা জননী আমার নয়নে স্নেহের স্নিগ্ধহাস।
করুণামূর্তী জননী গো তোর সন্তান জাগে গিরিচূড়ায়
হেঁসে হেঁসে দেয় রুধির-অর্ঘ্য,- দুশমন সাথে করে লড়াই।
মুছাতে মা তোর অশ্রুর ধারা কত বীর দিল আপন প্রাণ
কত ত্যাগ কত গৌরবগাথা জননী গো তোরে করে মহান।
রবি নজরুল সুভাষ ভগৎ তিলক সূর্য আজাদভাই
আরো কত তোর সন্তান মাগো ইতিহাসে যার তুলনা নাই।
হেথা শঙ্কর মোহমুদ্গর লিখিল নাশিতে মোহের ঘোর
বুদ্ধ নাশিল হিংসার পাশ, - মুছাল সবার চোখের লোর।
আজোগো জননী তোমার সেনানী অমোঘ অচুক অপরাজেয়,
তোমার চরণনিম্নে মরণ, - এ আশা আমার অতিব প্রীয়।
0 Comments