অনেক দূরে // সত্যেন্দ্রনাথ পাইন

অনেক দূরে  // সত্যেন্দ্রনাথ পাইন

আমাকে নিয়ে যাবে অনেক দূরে
আমি বললাম-- কোথায়!!!? 
উত্তর পাইনি।

তবু তাদের ইচ্ছা- আমাকে নিয়ে যাবেই
আমার স্বপ্নও তখন ভেতরে সুড়সুড়ি দিচ্ছে
 ইচ্ছাটা পূরণ করতে হবে এবং তা এখনিই

সমুদ্রের গভীরে নাকি গঙ্গার পানি দিয়ে ধুয়ে
আমাকে শৌখিন ক্রীড়া অনুষ্ঠান দেখার জন্য
উপযুক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে---- বলেনি....

হয়তোবা টিভি চ্যানেলে, শান্তিনিকেতন বই মেলায়
নয়তোবা সংশোধনাগারে পাঠিয়ে দূরে প্রচণ্ডতায়
আমার যা কিছু সম্পদ চুরি করে চলে যাবে
নিজেই বহুদূরে- সেদিন ও সূর্য উঠবে, আকাশ
নীল থাকবে, বনানী সবুজতা দেবে- আমার
স্বপ্ন ভাঙ্গার ইতিবৃত্ত শেষ হবে  সেদিন চড়ুইভাতিতে----

Post a Comment

0 Comments