সভ্যতার বিড়ম্বনা // রণেশ রায়

সভ্যতার বিড়ম্বনা  //  রণেশ রায়


দিনান্তে এই গোধূলি বেলায়
অস্তাচলে সূর্য, আঁধার ঘনায়,
শতাব্দীর পড়ন্ত রোদ্দুর
অন্ধকারে ডুবে যায়,
ডানা কাটা পাখি ঘরে ফেরে
দীপ নিভে যায়,
শ্বাপদ হানা দেয়
গৃহস্থের আঙিনায়,
কখন নতুন ভোরের উদয়
আমরা থাকি অপেক্ষায়।

Post a Comment

0 Comments