সর্ষে ফুলে প্রজাপতি ওই


shrutisahitya.com

ভালোবাসা  //  রণেশ রায়


আমার কঠিন কথায়

মধ্যে মধ্যে কুণ্ডুলি পাকিয়ে

মেঘ হয়ে উড়ে যাও আকাশে

মেঘের আড়ালে লুকাও তুমি

দেখা পাই না তোমার

রক্ত ঝরে আমার ক্ষতে।


অভিমানী প্রিয়তমা আমার,

শোন আমি পাঠাচ্ছি বার্তা

সে বার্তা বজ্র হয়ে আঘাত হানবে  মেঘে

মেঘ বৃষ্টি হয়ে নামবে তোমাকে সঙ্গে নিয়ে,

তুমি ফিরে আসবে,

মিলব আমরা দুজনে

পোহাতি মাটিতে ফসল ফলবে।


বোঝ না, কেন আমার বিরূপ আচরণ?

তুমি ভুল করলে

.

.


তাণকা ( জাপানী সনেট ) 


  - সুব্রত মজুমদার 


          (১)

            প্রিয় মোর

আজ ঘুমায়ো না,

বাহু ডোর

না খুলো না

থাকো কাছে।

      (২)

ফুলডোর

ছিঁড়েছে,

বাস তোর

উড়েছে

এই সাঁঝে ।


°°°°°°°°°°°°°°°°°°

  বয়াৎ (পার্সী )

       (১)

যা কিছু সব তোমায় দিলাম ও মোর সাকী,

আমার জন্য রইলো শুধু দুঃখ বাকি।

যেমন ফেলে স্বর্গ-সুধা পাগলা ভোলা

সার করেছেন শ্মশানচিতা হাড়ের মালা, -

তেমনি তোমার বিরহ আজ বক্ষে লয়ে

কাটিয়ে দেব দিন যা আছে এখন বাকি।।

.

.


সর্ষে ফুলের হাসি  //   সব্যসাচী নজরুল


মাঠ প্রান্তর জুড়ে দেখ
সর্ষে ফুলের হাসি
সর্ষে ফুলে লুকিয়ে চাষীর
স্বপ্ন রাশি রাশি।

সর্ষে ফুলে প্রজাপতি ওই
মনানন্দে হাসে
ঝাঁকে ঝাঁকে মৌমাছিরা
মধু খেতে আসে।

মধু খেয়ে মৌমাছির দল
ছোটে সুদূর পানে
গাঁয়ের পথে মন হারে রে
জারি সারি গানে।



.

.







বিদায় বন্ধু  //  রণেশ রায়



দুলাইন লিখলাম

পারলে উত্তর দিও

না দিলেও ক্ষতি নেই

দুঃখ করব না কিছু

ভাববো ওটাই প্রাপ্য আমার

ভালোবাসার দাম তো কিছু দিতে হয়

তোমার নীরব বর্জনে

সেটাই পেয়ে  গেলাম আজ

সে বর্জনে তোমার

রক্ত রাঙা ভালোবাসা আমার

ধূসর  হয়  রঙ তার

আজের এ অমাবস্যায়

হে বন্ধু বিদায়।










Post a Comment

0 Comments