হাওয়ার দিকবদল // সৌমিত্র চ্যাটার্জী


হাওয়ার দিকবদল // সৌমিত্র চ্যাটার্জী


হাওয়ার দিকবদল সারা

সেই কেঞ্জেকুরা থেকে কইবর্তপাড়া

গঙ্গামাটি, জল , পুরনো হ্যারিকেন , ইঁদুর মারা বিষ

ভুলিস না , সঙ্গে নিয়ে নিস...

.

বদলই সার

অঙ্গে জোটে না পুষ্পহার

জোটে না খই নদীতীরে

মোটা শিকলের জঞ্জির আর কাঁচ কাটা  হীরে

এ পশ্চিমী নাকি পূব

হাওয়ার গতি কিন্তু খুব...

.

বদলে যাওয়া এই পাগলপারা

এরই মাঝে আছে সংশয় দিশাহারা

ইট কাঠ সংসারের যত খুঁটিনাটি

সঙ্গে নিয়ে চল তাড়াতাড়ি

পা চালিয়ে হাঁটি .........

.

.

.

Post a Comment

0 Comments