উদ্বাস্তু হাওয়া // সঞ্জীব সেন

উদ্বাস্তু হাওয়া // সঞ্জীব সেন


স্বীকার তো করে নিয়েছি এই কবিতা আমার নয়


তবুও বলব যে হাওয়া তোমায় করল ফেরার

তাকে কিছু বলবে না,

কে হয় তোমার!

আমার ভিতর এসে পারবে না

আমার ভিতর এসে সংসার কাচাতে পারবে না

আমার ভিতর উদ্বাস্তু হাওয়া, অনিত্য খেলাঘর

পারবে না এখানে এসে

তবুও এগিয়ে আসো

বল, ছুঁয়ে দাও ললাট দাও অলৌকিক ক্ষণ

আত্মীয় যারা বাধ সাথে বলে

বলে ছেলেটা অতি প্রেমিক না হলে চতুর,

পারবে না এখানে এসে

আমার ভিতর এক উদ্বাস্তু হাওয়া ।

এই কবিতা আমার না

এই গূঢ়বাদি কবি আমার এক কবিবন্ধু।


Post a Comment

0 Comments