এ দানব যে সৃষ্টি তোমার হাতে
তুমি পার না তাকে অস্বীকার করতে
আজ তাকে ছুড়ে ফেলতে
যাকে তুমি সৃষ্টি করেছ নিজ স্বার্থে,
নিজের নিপুণ ভাস্কর্যে;
তার ভয়ংকর রূপ, তার স্বরূপ,
কেন হবে ঘৃণ্য তোমার কাছে?
সে মূর্তির ভাস্কর তুমিই
সে তো সৃষ্টি তোমারই।
প্রয়োজন ফুরিয়ে গেলে
পার না তাকে ফেলে দিতে
পার না অস্বীকার করতে।
নই আমি মানবপুত্র আর
আমি সেই দানব
আমি আজ তোমার,
সৃষ্টি করেছ আমায়
আমার আজের রূপ
যখন দেখি আয়নায়
দেখি না নিজেকে,
দেখি আমি তোমাকে
যে সৃষ্টি করেছ আমাকে।
0 Comments