ভালোবাসার ঘর ভেঙে গেলে
একটা নিস্তব্ধ গাছতলাও খুঁজে পাওয়া যায় না
তাড়াতাড়ি বিকেল হয়ে যায়
পৃথিবী একটা বলের মতো গড়তে থাকে
কে গড়ায় বল ?
গলায় দড়ি দেওয়া গোল ফাঁসের শূন্যের ভেতর দিয়ে
সূর্য চলে যায়
সেদিকেই তাকিয়ে দেখতে থাকি অন্ধকারের সঙ্গম
মরণের প্রসব বেদনা বাড়তে থাকে
একটা দেওয়ালও নেই , একটা পাহাড়ও নেই
আড়াল করে রাখার
সময়ের নীল হাঁসেরা উড়ে যেতে থাকে গগন ভেদ করে..
0 Comments