পদব্রজে এসেছে সে
চন্দ্রালোক থেকে এই পৃথ্বীতে,
সে জানায় আমাকে,
চাঁদ ফেরার চন্দ্রালোকে
পূর্ণিমার রাতে অন্ধকার ঘনায়
সৌরজগতে নক্ষত্র শোকে মুহ্যমান
দুহিতা কোথায় হারায়?
সূর্য মেঘের আড়ালে মুখ লুকায়।
আমি জেনেছি গোপনে
মানুষ যায় চন্দ্রালোকে অনুসন্ধানে
সম্পদের খোঁজে,
চাঁদ ধর্ষিতা সেখানে
সে পরে আছে জঙ্গলে
কোন এক খনি গর্ভে।
0 Comments