দিও চরণধুলা // মিজানুর রহমান মিজান


দিও চরণধুলা // মিজানুর রহমান মিজান


দেখা দিও সাঝেঁর বেলা

দাড়িয়ে আছি একেলা।।

নদীর জোয়ার বেলা, দু’তীর উপছে উথলা,

প্রেমের নেশা লাগাইলা, তাইতো এলাম গাছতলা।।

পান করে নামের মধু, পাগলিনী করছ করে যাদু,

ভাবের নেশায় আছে মধু, এ আশায় সিলগালা।।

বৈরী হল যৌবন, বাড়ল আকর্ষন

হৃদয়ে ব্যথা যখন, স্মরণে পথ চলা।।

দু:খ সহে না, যদি তোমায় পাই না,

ঘুছবে না যাতনা, শেষবেলা দিও চরণধুলা।

Post a Comment

0 Comments