সকাল হতেই আজ সুর ওঠে খাম্বাজ শ্বশুরমশাই চলেন বাজারে;
উড়োচুল ভণ্ডুল লিস্টিতে হয় ভুল, - শ্বশুর হওয়াই যেন সাজা রে !
গিন্নীর আব্দার, কর্তাতো জেরবার ঠিক ঠিক হওয়া চাই আয়োজন ;
সরু বাসমতি চাল সোনা মুগের ডাল কিসমিস বেশকিছু প্রয়োজন।
টক দেখে কাঁচা আম নিয়ো হোক যত দাম, আর চাই পাকা দেখে
রুইটা,
কাতলার মোটা পিস সঙ্গে এনো ইলিশ আর চাই ভালো দেখে
দইটা।
বসির মিঞার কাছে মাংসটা এনো বেছে রেয়াজি খাঁসিই চাই
কিলো তিন,
শেষপাতে অম্বল বাঙালির জিভে জল রসনায় তেঁতুলের
গিলোটিন।
হিমসাগরের কাছে আর কার মান আছে তাও যদি হিমায়িত হয় গো
দামের পরোয়া করে যে শ্বশুর ঘরে ফেরে আজ তার রক্ষা তো নাই
গো।
নিটোল গোলাপজাম সন্দেশ অবিরাম রসগোল্লা চাই টাটকা,
পকেট গড়ের মাঠ শ্বশুর ছাড়েন হাট, - এখন তিনি ঘরকা না
ঘাটকা।
ঝরে পড়ে ঘর্ম রোদে পোড়ে চর্ম খুলে পড়ে ধুতি হতে কাছা,
জামাইয়ের ষষ্ঠী শাশুড়ির স্বস্তি শ্বশুরের পাখি ছাড়ে খাঁচা।
0 Comments