প্রশ্ন // বিশ্বনাথ পাল
দিন ফুরাল
সন্ধ্যা এল
ফিরল পাখি নীড়ে।
এমন দিনে
বন্ধু বিনে
মনে যে ভয় ঘিরে
ইষ্ট নয়,
অনিষ্ট ভয়
কখন যে কী হয়!
উদাস সুরে
নিকট দূরে
নেই কো কাছে জয়।
ওদের ঘিরে
ফিরে ফিরে
মন যে আমার যাচে
ভালো থাকুক
কাছে আসুক
আনন্দে মন নাচে ।
বিশ্ব জোড়া
আছে মোড়া
ভ্রাতৃত্বের বাঁধন
কেন ছিঁড়ে
দেবে দূরে
মুক্ত কি নয় মন?
0 Comments