সত্যিই যদি সে তোমায় ভালবাসে // রণেশ রায়


সত্যিই যদি সে তোমায় ভালবাসে // রণেশ রায়


সত্যিই যদি সে তোমায় ভালবাসে

তবে সে ভালোবাসবে তোমাকে

যখন তুমি সমুদ্রের পবন

আবার তখনও

যখন তুমি গ্রীষ্মের দহন।


তুমি এসেছ,

খণ্ডিত ভালোবাসা

প্রাপ্য নয় তোমার,

সত্যি নয় তা,

সত্যি সে ভালোবাসা

যদি পাও তাকে পূর্ণতায়

অমাবস্যার তমসায় রাতের জ্যোৎস্নায়

সুখের কোলাহলে দুখের নীরবতায়।


If He Truly Loves You


Nikita Gill


If He Truly Loves You,

he will love you

When you are an ocean breeze,

But also

When you are a summer storm.

You were not made

To be loved in parts,

You were meant

To be loved as a whole.

Post a Comment

0 Comments